বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, পার্থক্য গড়ে দিবে যে দুই ক্রিকেটার
নিলয় স্পোর্টস ডেস্ক: গতবারের ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠেছে ক্রিকেটের দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। যেখানে ইংল্যান্ডকে হারিয়ে ভারত বিশ্বকাপ সূচনা করলো টম লাথামের নিউজিল্যান্ড। বিশ্বমঞ্চে নিজেদের শক্তিমত্তা দেখাতে প্রস্তুত টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি আট দলও। এরই ধারাবাহিকতায় বিশ্বকাপের তৃতীয় আর নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। আগামী সাত তারিখ ভারতের হিমাচল প্রদেশের গৌহাটির ধর্মশালা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১:৩০ মিনিটে। এশিয়ার দেশ হওয়ায় দুই দলের কাছেই পরিচিত কন্ডিশন ধর্মাশালা। দুই দলেই চাইবে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে। মাঠের লড়াইয়ে কে এগিয়ে থাকবে সেটি সময় বলে দিবে। তবে এদিন দলের হয়ে ম্যাচ জয়ের পার্থক্য গড়ে দিতে পারে এমন দুজন ক্রিকেটারদের নিয়ে আজকের লেখা।
সাকিব আল হাসান: বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নেতৃত্বে বিশ্বমঞ্চে আরও একবার লড়াইয়ের অপেক্ষায় টিম টাইগার। বড় টুর্নামেন্টে পরিসংখ্যান এবং পারফরম্যান্স দুইটো রয়েছে দেশ সেরা এ ক্রিকেটারের। তাই সাকিবের উপরে যেমন দেশের আস্তা রয়েছে তেমনি কাপ্তানের উপর আত্মবিশ্বাস রয়েছে ঘোটা টাইগার শিবিরের। প্রতিপক্ষের কাছে সাকিব আল হাসান গোলকধাঁধার মতো। ম্যাচের পরিস্থিতি বদলে দেওয়ার গুণটা রয়েছে অভিজ্ঞ এ ক্রিকেটারের। মাঠের বাইরের নানা কর্মকান্ডে বিতর্কিত হলেও মাঠের পারফরম্যান্সে সাকিব শতভাগ পরিক্ষিত। তাই দেশের মানুষের প্রত্যাশা বেশি থাকবে সাকিবের উপরেই।
কারণ বিশ্বমঞ্চের প্রত্যাশার বীজ বোপন করেছেন তিনি নিজেই। সবশেষ ২০১৯ বিশ্বকাপে দলের হয়ে সর্বোচ্চ রান এবং টুর্নামেন্টের সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকায় ছিলেন তিনি। তাকে নিয়ে সমর্থকদের আকাশছোঁয়া প্রত্যাশা স্বাভাবিক। বাংলাদেশীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ২৪০ ওয়ানডে ম্যাচ খেলা টাইগার কাপ্তান জাতীয় দলের হয়ে ব্যাট হাতে করেছেন ৭৩৮৪ রান। পাশাপাশি বল হাতে দেশের হয়ে সর্বোচ্চ ৩০৮ উইকেট শিকার করেছেন তিনি। ধর্মশালা পেসাদের স্বর্গভূমি হওয়ায় ব্যাট হাতেই অভিজ্ঞতার পরিচয় দিতে হবে সাকিবকে। রশিদ-মুজিবদের মোকাবিলার পাশাপাশি ফারুকী-নবীদের সামলানোর গুরু দায়িত্ব নিতে হবে কাপ্তানকেই। সর্বোপরি আফগানদের বিপক্ষে ম্যাচ জয়ে ব্যবধান তৈরি করতে পারবেন ৩৬ বছর বয়সী সাকিব এমন বিশ্বাস ক্রিকেট সমর্থকদেরও।
রশিদ খান: বর্তমান বিশ্বে আন্তর্জাতিক ক্রিকেট এমনকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় সুপারস্টারদের তালিকা করলে উপরের সারিতেই থাকবেন আফগান বোলিং অলরাউন্ডার রশিদ খান। কেবল মাত্র বাংলাদেশ নয় সকল দেশের জন্যই ভয়ঙ্কর বর্তমান সময়ের অন্যতম এ লেগ স্পিনার। বোলিং ঘূর্ণিতে মুহূর্তে ম্যাচের পরিস্থিতি নিজেদের করে নেওয়ার অসাধারণ দক্ষতা রয়েছে এ ক্রিকেটারের। তার ওপরে আইপিএলে নিয়মিত হওয়ায় অনন্যা খেলোয়াড়দের তুলনায় ভারতের কন্ডিশন খুব পরিচিত রশিদ খানের। বল হাতে দলকে নেতৃত্ব দেওয়া রশিদ মাঝেমধ্যে জ্বলে উঠেন ব্যাট হাতেও। আফগানদের হয়ে ৯৪ ম্যাচে প্রায় বিশ গড়ে ব্যাট হাতে করেছেন ১২১১ রান। দলের হয়ে বোলিংয়েই প্রধান দায়িত্ব পালন করেন রশিদ খান। ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ খেলা রশিদ খান লেগ স্পিন দিয়ে শিকার করেছেন ১৭৪ উইকেট। ২৫ বছর বয়সী এ ক্রিকেটারের বড় দক্ষতা অল্প সময়ে ব্যাটিংয়ের দুর্বলতা খুঁজে পান। তবে নিজেদের প্রথম ম্যাচে লিটন-সাকিবদের দুর্বলতা যেনো খুঁজে না পান এমন আশা থাকবে টাইগার সমর্থকদের। রশিদ খানের সাম্প্রতিক পারফরম্যান্স আর পরিসংখ্যান বলে দেয় আফগানদের হয়ে বাংলাদেশের বিপক্ষে তিনি হয়ে উঠতে পারেন ম্যাচ জয়ের নায়ক।
ক্রিকেটকে বলা হয় আনসার্টেন গেইম তাই পরিসংখ্যান বিবেচনার চেয়েও ম্যাচ"ডে গুরুত্বপূর্ণ যে কোন ক্রিকেটারের জন্য। তবে অভিজ্ঞতাও ম্যাচ জয়ের সহায়ক হয় একজন খেলোয়াড়ের। সে অভিজ্ঞতার বিচারে রশিদ খানের চেয়েও যোজন যোজন এগিয়ে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান।
No comments