চরভদ্রাসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মোর্শেদের হস্তক্ষেপে বন্ধ হয়েছে একটি বাল্যবিয়ে - Sokalerkotha -->

Breaking News

চরভদ্রাসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মোর্শেদের হস্তক্ষেপে বন্ধ হয়েছে একটি বাল্যবিয়ে

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মোর্শেদের হস্তক্ষেপে বন্ধ হয়েছে একটি বাল্যবিয়ে। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার টিলারচর গ্রামে গিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করেন তিনি।

এ সময় ইউএনও মেহেদী মোর্শেদ স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আজাদ খানের উপস্থিতিতে মেয়ের মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়ার পাশাপাশি অতিথি আপ্যায়নের খাবার এতিমখানায় বিলিয়ে দেওয়ার নির্দেশ দেন। ইউএনও’র উপস্থিতি ও বিয়ে বন্ধের খবর পেয়ে বরপক্ষ মেয়ের বাড়িতে আসেনি।

জানা যায়, মেয়ের বয়স গোপন করে পরিবারটি পার্শ্ববর্তী সদরপুর থানার চর চাদপুর কাজীডাঙ্গী গ্রামের সোহরাব মোল্যার ছেলে সৌদি প্রবাসী রায়হান মোল্যার (২৮) সঙ্গে বিয়ে ঠিক করেন।

ইউএনও মেহেদী মোর্শেদ জানান, খবর পেয়ে তিনি বিয়ে বাড়িতে উপস্থিত হন। পরে জন্ম নিবন্ধনের কাগজ যাচাই-বাছাই করে মেয়েটির বয়স কম থাকায় এ বিয়ে বন্ধ করে দেন। এছাড়া মেয়েটির ১৮ বছর হওয়ার আগে তাকে বিয়ে না দেওয়ার শর্তসাপেক্ষে একটি মুচলেকা নেওয়া হয় এবং তাকে স্কুলে পাঠানের নির্দেশ দেওয়া হয়। 

No comments