কোনো দুর্বৃত্ত-চাঁদাবাজকে মিছিলে জায়গা দেওয়া হবে না: নুরুল ইসলাম নয়ন
নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, কোন দুর্বৃত্ত, চাঁদাবাজকে আমরা মিছিলে জায়গা দিবো না। কারণ তারা আপনাদের মাঝে মিশে গিয়েও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। দলের জনপ্রিয়তা ও ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজে জড়িয়ে পড়লে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না।
শনিবার বিকালে ফেনী জেলার ফুলগাজী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ‘ধানের শীষ’সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক জেলায় জেলায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর যৌথ লিফলেট বিতরণের ধারাবাহিকতায় এ কর্মসূচী পালন করা হয়।
যুবদলের সাধারণ সম্পাদক বলেন, যারা দুর্নীতি করে, যারা চাঁদাবাজি করে, জমি দখল করে তারা বিএনপির লোক নয়… তারা দুর্বৃত্ত। দল থেকে কিছু লোকের বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যবস্থা নিয়েছেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ষড়যন্ত্র হতে পারে। এসব মোকাবিলায় সকল নেতাকর্মীদের সর্বোচ্চ সজাগ থেকে সনাতন ধর্মালম্বী ভাই-বোনদের নিরাপত্তা দিতে হবে।
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে নয়ন বলেন— সব রাজনৈতিক, মিথ্যা, সাজানো মামলা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে গুম খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এসময় ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জাহিদ হাসানসহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
No comments