Breaking News

পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা

প্রতিনিধি নেত্রকোণা :

যুব ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ এর যৌথ উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস নেত্রকোণার আয়োজনে সরকারি শিশু পরিবার (বালক) প্রতিষ্ঠানে আন্তর্জাতিক পানিতে ডোবা প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 নেত্রকোনা জেলার ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সেতু  আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা সরকারি শিশু পরিবার( বালক)  উপ তত্ত্বাবধায়ক তারেক হোসেন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে  সরকারি শিশু পরিবার সহকারী উপ তত্ত্বাবধায় জালাল উদ্দিন আকন্দ  , কারাতে কোচ ইমরুল কায়েস, জেলা চাইল্ড প্রটেকশন কমিউনিটি মবি লাইজার ইউনিসেফ বাংলাদেশ নিপেন চন্দ্র দাস,  সাঁতার প্রশিক্ষক জালাল উদ্দিন , নেত্রকোনা অফিস সহকারী জেলা ক্রীড়া অফিস  মাকামে মাহমুদ , এ ছাড়া আরও অনেকই উপস্থিত ছিলেন। 

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সচেতনতার সেশন পরিচালনা করেন নিপেন চন্দ্র দাস, জেলা চাইল্ড প্রটেকশন কমিউনিটি মবিলাইজার ইউনিসেফ বাংলাদেশ।

 উক্ত প্রোগ্রামে অতিথিবৃন্দ সাঁতার শেখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং এ অঞ্চলের আর কোন শিশু, কিশোর কিশোরী যেন পানিতে ডুবে মারা না যায় সেদিকে অভিভাবক মন্ডলী সহ উপস্থিত সকলের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন। শতাধিক  কিশোর কিশোরী ও অভিভাবক মন্ডলীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রোগ্রামটি সম্পন্ন হয়।

No comments