শহীদ আকরামের পরিবারের পাশে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন
পুলিশ হেফাজতে নিহত ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচিব শহীদ আকরাম হোসেন এর পরিবারের খোঁজ-খবর নিতে আজ ৩০ অক্টোবর ২০২৪, বুধবার, তাঁর বাসায় আসেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
শহীদ আকরাম হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, শহীদ আকরামের রক্ত বৃথা যেতে পারে না। তাঁর হত্যাকান্ডের বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে। এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান অনেক। দল ও দেশের প্রতি তার কর্মময় জীবন আমরা শ্রদ্ধার সাথে সবসময় স্মরণ রাখব। জাতীয়তাবাদী যুবদলের গর্বিত সন্তান শহীদ আকরামের পরিবারের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে ভালবাসার হাত প্রসারিত করে থাকবে বলেও জানান যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
এসময় ঠাকুরগাঁও জেলা যুবদল ও হরিপুর উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
No comments