Breaking News

জনগণের ভালবাসাই বিএনপির শক্তি : নুরুল ইসলাম নয়ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চলতে হয়ে। কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, দূর্বৃত্ত এবং ফ্যাসিস্টের দোসরদের জায়গা বিএনপি ও তার অঙ্গ- সহযোগী সংগঠনে হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।


সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর আয়োজিত দিক-নির্দেশনামূলক যৌথ কর্মীসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


‘আমরাই গড়বো আগামীর স্বপ্নের বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভা এদিন অনুষ্ঠিত হয়।  


যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির প্রধান লক্ষ্য। বিএনপি গণমানুষের দল।  জনগণের ভালবাসাই আমাদের শক্তি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব  তারেক রহমান গণতান্ত্রিক, সুখি-সমৃদ্ধি ও কল্যাণকর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। 


যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন আরও বলেন, দেশের প্রতিটি সেক্টরকে ফ্যাসিস্ট শেখ হাসিনা দুর্নীতি, লুটপাট এবং হিসেবহীন অনিয়মের মাধ্যমে ধ্বংস করে দিয়েছিল। ফ্যাসিস্ট হাসিনা ২৪'র গণঅভ্যুত্থানের বীরযোদ্ধাদের নির্বাচারে হত্যা করেছে। অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনাসহ গণহত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসবে। বিচার নিশ্চিত করবে বলে আশা করেন তিনি।


যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে। সকলকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে আমাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা বিদায় নিয়েছে। 


দীর্ঘ ১৮ বছর আমাদের কঠিন আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম-খুন ও হামলা-মামলার শিকার হয়েছে। এসকল গুম-খুনের সাথে জড়িত সকলকে গ্রেফতার করতে হবে। তাদের বিচার নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের মাধ্যমেই কলংকমুক্ত হবে এই জমিন।


এসময় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

No comments