গণহত্যার দায়ে ফ্যাসিস্ট হাসিনার বিচার করতে হবে : নুরুল ইসলাম নয়ন
জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ফ্যাসিস্টের দোসরদের দলে জায়গা দেওয়া যাবে না। বিএনপির মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কোনও কাজ করা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলের সবাইকে চলতে হবে। তিনি আমাদের ঐক্যের প্রতীক।
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ময়মনসিংহ জেলার ভালুকা বাসস্ট্যান্ড, ভালুকা পৌর এলাকা, মল্লিকবাড়ি ইউনিয়ন ও গাড়ো বাজার এলাকায় ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেন।
যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, নাগরিকদের প্রতি রাষ্ট্রের যেমন দায়িত্ব রয়েছে ঠিক তেমনই রাষ্ট্রের প্রতিও নাগরিকদের তেমনই দায়িত্ব রয়েছে। সেজন্য সবাইকে স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে কাজ করতে হবে। প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে এই মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। আগামী নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের গণসংযোগ অব্যাহত রাখতে হবে, সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে কিন্তু তার ষড়যন্ত্র থামেনি।
নুরুল ইসলাম নয়ন আরও বলেন, দেশের প্রতিটি সেক্টরকে মাফিয়ারানী হাসিনা দুর্নীতি, লুটপাট এবং অজস্র অনিয়মে ধ্বংস করে দিয়েছে। হাসিনার নির্দেশে ২৪'র গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। আমরা আশা করছি, অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্ট খুনি হাসিনাসহ গণহত্যার হুকুমদাতা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবে। তাদের বিচার নিশ্চিত করবে।
এসময় ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
No comments