-->

Breaking News

প্রকাশিত সংবাদের প্রতিবাদ


সকালের কথা.কম এ  ‘রাতে ঘরে ঢোকার বিচার না দিয়ে উল্টো মাথা ফাটিয়ে দিলেন ’ এই শিরোনামে গত ১৭ আগস্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বোয়ালিয়া গ্রামের আওয়ামীলীগ নেতা মীর শহীদ ও সদর ইউনিয়ন  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর বকুল হোসেন।

এক বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আপনার বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল সকালের কথা.কম  ‘‘রাতে ঘরে ঢোকার বিচার না দিয়ে উল্টো মাথা ফাটিয়ে দিলেন’ শিরোনামে নিউজ পরিবেশিত হয়। উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। এই ঘটনার সাথে আমি বা দলের কেউ 

জড়িত নয়। একটি কুচক্রী মহল আমাকে কর্মক্ষেত্রে ও সামাজিকভাবে হেয় করতে প্রতিবেদককে দিয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ  ও প্রচার করেছে। প্রকাশিত সংবাদের তীব্র  প্রতিবাদ জানাচ্ছি।


এই সংবাদের প্রেক্ষিতে এক পক্ষের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করায় সকালের কথা.কম পরিবার লজ্জিত ও ক্ষমাপ্রার্থী।

প্রতিবেদকের বক্তব্য :এখানে কাউকে ছোট করার জন্য বা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে প্রতিবেদনটি করা হয়নি বা প্রতিবেদকের নিজস্ব মতামতের ভিত্তিতে করা হয়নি।

No comments