মরুর মহা মানব | কবিতা - Sokalerkotha -->

Breaking News

মরুর মহা মানব | কবিতা

 মরুর মহা-মানব     

এস এম রবিউল ইসলাম (রবি)

মরুর বুকে আসলো রাসূল

খেজুর পাতার তলে,

প্রখর রোদ্রের উত্তপ্ত বালি

শীতল তাহার ফলে।


পাখপাখালি উঠলো হেসে

ভয়ের আভা ফেলে,

ক্ষিধের চাপ লাঘব তাদেরমু

চকি হাসির বলে।


পুত্র হলেই জয়জয়কার

কন্যা দিতো ফেলে,

লজ্জিত ভাবতো তাদের

অপদস্থ, সম্মুখ হলে।


অমানিশার ঘোর কাটিয়ে তুলতে

দিল ভাষণ ছেড়ে,

এক কন্যাই এক জান্নাত

সুশিক্ষা যদি দাও ঢেলে।

No comments