সাম্যের পণ
এস এম রবিউল ইসলাম (রবি)
আমরা সবাই ভাই,
এক দুয়ারে জন্ম মোদের
ভেদাভেদ ভুলে যাই।
রক্ত দিয়ে জীবন দিয়ে
গড়া মোদের তরী,
হানাহানি ছেড়ে দিয়ে
ঐক্য মোরা গড়ি।
বর্ণ মোদের না হোক এক
হোক'বা সাদা কালো,
মতানৈক্য ভুলে গিয়ে
এক কাতারে চলো।
আমরা সবাই ভাই ভাই
নইতো অপর জন,
চলার পথ এক করে তাই
করি সাম্যের পণ।
সাম্যের পণ | কবিতা
Reviewed by
সকালের কথা
on
October 12, 2022
Rating:
5
No comments