তাড়াশ পৌর শহর এলাকায় ময়লা এবং পচাঁ গন্ধে জনসাধারণের অসন্তুষ্টি


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ (আবু মাসুম)  :

সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌর শহরে রাস্তার  মধ্যে পরে আছে ময়লা আবর্জনা যার  ফলে সড়ক গামি লোকজন অতিষ্ঠ এলাকার মানুষের সাথে কথা বললে তারা জানায় পৌরসভার যারা  পরিচ্ছন্ন কর্মী রয়েছে তাদের ব্যবহার টা তেমন একটা ভালো না যেমন টা তারা আশা করে। 

পৌরসভার ঝাড়ুদার এবং ময়লা আবর্জনা বহনের জন্য গাড়ি থাকা সত্ত্বেও বাজারে এবং রাস্তার মধ্যে এমন একটা পরিবেশের সৃষ্টি হয়েছে বলে জানা যায়। এলাকাবাসি জানায় যদি  প্রশাসন একটু বিষয় টার দিকে নজর রাখে তাহলে হয়ত আমাদের এমন দুর্ভোগে রাস্তা দিয়ে চলাচল করতে হবে না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url