পিত্তথলির মেজর অপারেশন, একদিনের মধ্যেই রোগী সুস্থ হয়ে বাড়িতে
মইনুল ইসলাম মিশুক,স্টাফ রিপোর্টার:
কুমিল্লা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে ল্যাপরোস্কপি দ্বারা আধুনিক প্রযুক্তির মাধ্যমে কাঁটা ছেড়া ছাড়া পিত্তথলির মেজর অপারেশনের একদিনের মধ্যেই রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়।
রোগী ময়না আক্তার (২৩) সাথে কথা বলে জানা যায় সে অনেক ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থবোধ করছেন। রোগী তার অপারেশনটি ম্যাজিকের মতো মনে হয়েছে বলে জানান।
তার চিকিৎসাকালীন সময়ে হাসপাতালের ডা. আব্দুস সালাম সিকদার(UHFPO), আবাসিক চিকিৎসক ডাক্তার মোঃ শহিদুল্লাহ, চীফ সার্জন ডা. এম এম মাহবুবুর রহমান ও তার সার্জিক্যাল টিম সহ সকল ডাক্তার , নার্স ও অন্যান্য স্টাফগণ রোগীর সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছেন বলে জানান এবং তাদের প্রতি সন্তুষ্ট প্রাকাশ করেন।
এ বিষয়ে ডা. সালাম সিকদার বলেন হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এরকম জটিল অপারেশন আধুনিক প্রযুক্তির মাধ্যমে গরিব রোগীদের বিনামূল্যে দেওয়া হবে এবং এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।
No comments