খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় কৃষি দিবস ২০২২ উদযাপন
নিজস্ব প্রতিবেদক : খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ কর্তৃক প্রথমবারের মত জাতীয় কৃষি দিবস-২০২২ উদযাপন করা হয়।
এ উপলক্ষে কৃষি অনুষদের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি আনন্দ র্্যালী আয়োজন করা হয়। আনন্দ র্যালিটি ক্যাম্পাস শুরু হয়ে ক্যাম্পাস-১ প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাস-২ তে এসে শেষ হয়।
আনন্দ র্্যালী পরবর্তীতে অনুষদের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ একটি সংক্ষিপ্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা কৃষি সম্পর্কিত বিভিন্ন কবিতা ও একটি নাটিকা উপস্থাপন করে।
No comments