তাড়াশে সুমন সান্যাল সৌজন্যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
তাড়াশে সুমন সান্যাল সৌজন্যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
আবু মাসুম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলায় তাড়াশ সদরে সুমন সান্যাল এর সৌজন্যে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় উক্ত খেলায় দূর্দশ্য তাড়াশ L.CC ক্রিকেট ক্লাবের ২০১০ সালের খেলোয়াড় এবং ২০২০-২২ এর খেলোয়াড় দের মধ্যে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। উক্ত ম্যাচটি ১৪ অভারে অনুষ্ঠিত হয়। ২০১০ সালের খেলোয়াড় রা তারা ১৪ অভারে ১০৫ রান করে ২০১০ সালের খেলোয়াড় রা। ২০২০-২০২২ সালের খেলোয়াড় রা তারা ১১ অভার ৬ উইকেটের বিনিময়ে তারা জয় লাভ করে। উক্ত খেলায় সুমন সান্যাল এর সৌজন্যে উক্ত ম্যাচের ম্যান অবদা ম্যাচ, সেরা খেলোয়াড়, সেরা উইকেট, এবং সেরা ফিল্ডিং এর পুরস্কার বিতরন করেন। ম্যান অবদা ম্যাচের পুরষ্কার পান সিনিয়র দলের খেলোয়াড় রনি আহমেদ এবং সের খেলোয়াড় এর পুরস্কার গ্রহণ করে আরিয়ান মোক্তার তিনি অনেক সুন্দর উইকেট ক্রিপার এবং বেশি রান করার জন্য পুরষ্কার পান। সেরা উইকেট এর পুরষ্কার লাভ করেন সিনিয়র ২০১০ সনের খেলোয়াড় মিনহাজুর রহমান শুভ। সেরা ফিল্ডিং এর পুরস্কার গ্রহণ করে শিবলু সাদিক। এবং দক্ষ অধিনায়ক এর দায়িত্ব পালন করার জন্য নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করে আলমগীর হোসেন তিনি ২০২০-২০২২ সাল দলের জুনিয়র দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন ।
উক্ত খেলাটি সম্পর্কে সুমন সান্যাল উক্ত ক্রিকেট ক্লাবের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে কলম স্কেল এবং ফাইল বিতরণ করেন সুমন স্যানাল। তিনি বলেন আমি খেলা প্রেমি একজন মানুষ আমি খেলাকে ভালবাসি জন্যই আমি খেলাকে ছাড়তে পারিনা যার জন্য যদি কেউ আমায় এই খেলার বিষয় এ কিছু বলে আমি চেষ্টা করি তাদের পাশে থাকার তাদের জন্য কিছু করার। আমি যদিও অনেক ক্ষুদ্র একজন মানুষ আমি হয়ত তাদের যতটুকু প্রয়জন ততটা সহযোগিতা করতে পারবো না কিন্তু তার পরেও আমি চেষ্টা করবো আমাদের এই তাড়াশের মধ্যে যদি কোন খেলা অনুষ্ঠিত হয় সেই খেলায় সার্বিক সহযোগিতা করার জন্য। আমি দৃষ্টি আকর্ষণ করছি তাদের প্রতি যারা হয়ত একটু সহযোগিতার হাত বাড়ালেই তাড়াশে আমরা ভালো কোন খেলা উপভোগ করতে পারবো। এমন যদি তাড়াশে খেলাধুলা হয় তাহলে অবশ্যই আমাদের ছোট ভাই বন্ধু যারা খেলাধুলা না হওয়ার কারনে ভুল পথের দিকে যাচ্ছে তারা হয়ত আজ কে এই খেলাধুলার কারনে নেশা, ইভটিজিং এবং মোবাইল গেমের প্রতি আকৃষ্ট হবে না বলে জানিয়েছেন তিনি ।
No comments