খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত


রুহুল আমিন:
যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস -২০২২ উদযাপিত হয়।

শুক্রবার (১৬ ডিসেম্বর) খুলনা দৌলতপুর (দেয়ানা) তে অবস্থিত খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী ও পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মসজিদ, মন্দিরে দোয়া ও প্রার্থনার ব্যাবস্থা করা হয়।


পায়রা অবমুক্তকরণ ও বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির শুভ উদ্ভোধন করা হয়। পরবর্তীতে বিজয় র‌্যালি, প্রীতি খেলাধুলা, উপস্থিত বক্তৃতা ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়। মাননীয় উপাচার্য তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক সুতোয় গাঁথা। বাংলাদেশকে জানতে হলে আগে বঙ্গবন্ধুকে জানতে হবে।


উল্লেখ্য, মাননীয় উপাচার্য ২০২৩ সালের ক্যালেন্ডার বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url