পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে মহান বিজয় দিবস উদযাপিত

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে মহান বিজয় দিবস উদযাপিত

রুহুল আমিন, পবিপ্রবি প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বহিঃস্থ বরিশাল ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, বিজয় দিবস আনন্দ র‌্যালী, আলোচনা সভা, বিজয় দিবস প্রীতি খেলধুলা, দোয়া এবং প্রার্থনা।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১৬ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করেন এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড.মো:আহসানুর রেজা ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. ননী গোপাল সাহা।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহিদের প্রতি শ্রদ্ধা জানান পবিপ্রবি এএনএসভিএম অনুষদের ডিন,জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক, প্রভোস্ট,সহকারী প্রভোস্ট, সহকারী প্রক্টর , শিক্ষকবৃন্দ,বঙ্গবন্ধু পরিষদ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন। পরে শহিদ মিনারের পাদদেশ থেকে আনন্দ র‍্যালি বের করা হয়।

শহিদ মিনারের পাদদেশে আয়োজিত আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যয় ডিন বলেন,
স্বাধীনতার এই পঞ্চাশ বছরের বাংলাদেশ এগিয়ে চলছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার গড়ার দিকে।
আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা নির্মিত হচ্ছে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে।এ বিজয় প্রতিটি বাঙালির জয়ের স্পৃহা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url