শীতের সুন্দর কবিতা | শৈত্যপ্রবাহ
শৈত্যপ্রবাহ
সাকিব আল হাসান
কুয়াশার আড়ালে লুকিয়ে সূর্য
ভরদুপুরে উঁকি সারে,
শৈত্যপ্রবাহে কম্পিত মন-প্রাণ
জরাজীর্ণ কুঁড়েঘরে।
কনকনে কাঁপুনিতে ন্যুব্জ হয়ে
দিবা নিদ্রায় চোখ বুজে,
গায়ের বয়োজ্যেষ্ঠ মুড়িয়ে চাদর
উষ্ণতার পরশ খুঁজে।
দুষ্টু ছেলে-মেয়ে মিলেমিশে
শুকনো খড় কুটোর বাজে,
দিয়াশলাইয়ের স্ফুলিঙ্গে জড়ো হয়
আগুন পোহানোর কাজে।
খেটে খাওয়া সব মানুষগুলো
নির্মম নিদারুণ লাজে,
দু'মুঠো অন্ন আহরণের আয়োজনে
ঘর ছেড়ে বের হয় কাজে।
ফুটপাতে বস্তিতে চরম অস্বস্তিতে
মানবিক জীবনবোধ,
অসহায় চাহনিতে সুদূর আকাশপানে
ভাবে স্রষ্টারর কেমন প্রতিশোধ?
শৈত্যপ্রবাহে জীবন সুখের আবহে
বাজে বিষাদের করুণ সুর,
ওষ্ঠাগত প্রাণে হিসাব মিলে না
এভাবে যেতে হবে কতদুর?
No comments