কুমিল্লায় অস্ত্র মামলায় লিটন নামের একজনকে ১২ বছরের কারাদণ্ড - Sokalerkotha -->

Breaking News

কুমিল্লায় অস্ত্র মামলায় লিটন নামের একজনকে ১২ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: অবৈধ আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রাখার দায়ে লিটন নামের একজনকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। গত রোববার (২৭ আগস্ট) দুপুরে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
দণ্ড প্রাপ্ত আসামি হলেন- নগরীর রেসকোর্স এলাকার বাসিন্দা মৃত তোফাজ্জল ইসলামের ছেলে মোঃ লিটন (৩০)।
মামলার বিবরণে জানাযায়- ২০১৬ সালের ৩ আগস্ট ভোর সোয়া ৫টায় সময় গোপন সংবাদ এর ভিত্তিতে এসআই মোহাম্মদ শামীম তার সঙ্গীয় ফোর্স নিয়ে নগরীর উত্তর রেসকোর্স এলাকায় আসামি লিটনের বসত ঘরের সামনে যাওয়া মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করিলে তাকে ধৃত করে জিজ্ঞাসাবাদের তার স্বীকারোক্তি ও দেখানো মতে দৌছালা পশ্চিম মুখি টিনের ঘরের দক্ষিণ দিকের রুমের বাঁশের সিলিংয়ের উপর অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার ও জব্দ করেন। এ ব্যাপারে ২০১৬ সালের ৩ আগস্ট কোতয়ালী মডেল থানার এসআই মোহাম্মদ শামীম বাদী হয়ে নগরীর রেসকোর্স এলাকার মৃত তোফাজ্জল ইসলামের ছেলে মোঃ লিটনকে আসামি করে কোতয়ালী মডেল থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (ক) ধারার বিধানমতে মামলা রুজু করিলে তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মজনু মিয়া ঘটনার তদন্তপূর্বক আসামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৬ সালের ২১ আগষ্ট বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন (যাহার অভিযোগপত্র নং-৬৮৯)। পরবর্তীতে মামলাটি বিচারে আসিলে ২০১৭ সালের ১ আগষ্ট আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় বিধানমতে চার্জ গঠন করিলে রাষ্ট্রপক্ষে মানীত ৯ জন সাক্ষীর মধ্যে ৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানী অন্তে উল্লেখিত আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি মোঃ লিটন এর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্তক্রমে ১২বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এডভোকেট মোঃ জাকির হোসেন এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোঃ নুরুল ইসলাম।

No comments