কুমিল্লা আদালত অঙ্গনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি:
একুশে আগস্ট গ্রেনেড হামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসির রায় কার্যকরসহ পলাতক আসামীদেরকে দেশে ফিরিয়ে এনে রায় বাস্তবায়ন করার দাবীতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা ইউনিট এর উদ্যোগে ২১ আগস্ট সোমবার দুপুরবেলা কুমিল্লা আদালত অঙ্গনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা ইউনিট এর আহবায়ক লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূইয়া ও সদস্য সচিব এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন। ওই বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ আহছানউল্লাহ খন্দকার ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহেরসহ আওয়ামী পন্থী নবীন প্রবীণ প্রায় দুই শতাধিক আইনজীবী।
উল্লেখ যে, বাংলাদেশে ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হয় এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাসহ প্রায় ৩০০ লোক আহত হয়।
No comments