-->

Breaking News

কুমিল্লায় গণঅনশন ও গণসমাবেশে বক্তারা-জননেত্রী শেখ হাসিনা আমাদের সাথে বিমাতা স্বরূপ আচরণ করছেন

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি: “ধর্মীয় রাষ্ট্র নয়-ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই”-এ শ্লোগান সামনে রেখে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল-সন্ধ্যা (ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত) কুমিল্লা টাউনহল মাঠস্থ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার কুমিল্লার গর্ব বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আয়োজনে সরকারি দলের গত নির্বাচনী ইশতেহার প্রতিশ্রুতি অঙ্গীকারসমূহ বাস্তবায়নের দাবীতে গণঅনশন ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বিকাশ চন্দ্র সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক বিষ্ণুপদ ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক উত্তম সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন ও আইটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার, জাতীয় হিন্দু মহাজোট কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মানিক ভৌমিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা আদর্শ সদর শাখার সভাপতি যোগেশ চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক ডাঃ মধুসূদন রায়, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি সুমন রায় ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা বিশু, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর শাখার সভাপতি ডি. কে নাগ কানাই ও সাধারণ সম্পাদক শ্যামল পাল এবং আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কুমিল্লার সহ-সভাপতি পিতাম্বর গৌরাঙ্গ দাস (পিন্টু) প্রমুখ। এ ছাড়াও বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ব্রাহ্মণপাড়া শাখার সভাপতি ডাঃ হরিপদ চন্দ্র শীল, দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি ডাঃ উত্তম আচার্য, চৌদ্দগ্রাম উপজেলার শাখার নেতা চিত্তরঞ্জন পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন চক্রবর্তী, দেবীদ্বার উপজেলা ঐক্য পরিষদের সভাপতি অনিল চক্রবর্তী, লাকসাম উপজেলা ঐক্য পরিষদ নেতা প্রজ্ঞা জ্যোতি মহাথের, মনোহরগঞ্জ উপজেলার ঐক্য পরিষদ নেতা তমাল মজুমদার খোকন, লাকসাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র সাহা, বরুড়া উপজেলা ঐক্য পরিষদের সুনীল রঞ্জন বিশ্বাস, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ বরুড়া উপজেলার আহবায়ক কার্তিক আচার্য্য, লাঙ্গলকোট উপজেলা রতন মজুমদার, লালমাই উপজেলা ঐক্য পরিষদ সভাপতি জোতিষ সিংহ রায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভব্রত সাহা, হোমনা উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজিব চৌধুরী ও বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আহবায়ক অর্ণব সিংহ রায় সহ জেলার বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ। 

ওই গণসমাবেশে বক্তারা বলেন- জননেত্রী শেখ হাসিনা আপনি রোহিঙ্গাদের জন্য মানবতার মা আর আমাদের জন্য সৎ মা। জননেত্রী শেখ হাসিনা আমাদের সাথে বিমাতা স্বরূপ আচরণ করছেন। সংখ্যালঘুদের ভোট নিতে হলে আমাদের দাবী মেনে নিতে হবে। অন্যথায় আমরা ঘুরে দাঁড়াবো। বক্তারা আরও বলেন- অচিরেই সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ বাস্তবায়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন ও সমতলে আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে। অন্যথায় আমরা নির্বাচনে ঘুরে দাঁড়াবো। 

এছাড়াও আসছে ০৬ অক্টোবর শুক্রবার ২০২৩ইং দুপুরবেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর উদ্যোগে ঢাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, কুমিল্লা জেলা,  উপজেলা ও মহানগর শাখাসহ সকল সমমনা দলের নেতৃবৃন্দকে যথাসময়ে দলে দলে যোগদান করে মানবাধিকারের আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানান জেলা ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। 

No comments