এই ওয়েবসাইটটি বিক্রয় করা হবে। ফুল সেটআপ সহ নিতে বা বিস্তারিত জানতে কল করুন : ০১৭২৬৭৮২৫১২ 🚀 তিতাসে ওজনে কারচুপি করে মিষ্টি ও ফল দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান - Sokalerkotha

Breaking News

তিতাসে ওজনে কারচুপি করে মিষ্টি ও ফল দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি; কুমিল্লার তিতাসের বাতাকান্দি বাজারে মিষ্টি এবং ফলের দোকানে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়েছে। 

দোকানীদের বিরুদ্ধে ওজনে কারচুপির এনে ক্রেতা/ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ। বাজারে ফল দোকানগুলোতে যে কাগজের কার্টুন (ঠোঙ্গা) ব্যবহার করা হয় তা প্রতিটির ওজন ৬০ থেকে ৭০ গ্রাম। মিষ্টির দোকানগুলোতে এই ঠোঙ্গার ওজন বেড়ে ৭০-৮০ গ্রাম হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে প্রতিটি দোকানে জরিমানা করা হয়। সাথে কাগজের তৈরি (ওজনে ভারী) ঠোঙ্গাগুলো নষ্ট করে দেওয়া হয়। এ সময় ওজনে যাতে ভোক্তা/ক্রেতা প্রতারিত না হন এই বিষয়ে প্রতিটি দোকানদারকে সতর্ক করা হয় এবং জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ।

No comments