মতলব (উঃ) তাতুয়ার রামমোহন মেম্বারের সুস্থতা কামনায় আশীর্বাদ প্রার্থী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আইসিটি সম্পাদক এডভোকেট ও সাংবাদিক তাপস চন্দ্র সরকার এর পিসা মহাশয় এবং মতলব উত্তর উপজেলাধীন নন্দলাল পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুখরঞ্জন বিশ্বাস এর পিতা চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন ১৬নং সুলতানাবাদ ইউনিয়নের সাবেক মেম্বার তাতুয়া গ্রামের মৃত কৃষ্ণ কুমার বিশ্বাস এর বড় ছেলে রাই মোহন বিশ্বাস @ রাই মোহন মেম্বার (৯০) বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে ২/৩দিন যাবত ঢাকা কচুক্ষেত হাইটেক হসপিটাল (প্রাঃ) লিঃ এর চতুর্থ তলায় ৪১৮নং কেবিনে সিসি ইউ-তে চিকিৎসাধীন রয়েছেন। রাই মোহন মেম্বার এর সুস্থতা কামনায় জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের আশীর্বাদ কামনা করেন তাঁর পরিবার পরিজন।
জানা যায়- রাই মোহন বিশ্বাস @ রাই মোহন মেম্বারের পায়ুপথে পাশে বিষফোড়া হওয়ার কারণে হঠাৎ করে-ই ডায়াবেটিস উঠা-নামা করছে। আরও জানা যায়- তিনি ১৬নং সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চার বার ইউপি সদস্য ছিলেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সহিত জড়িত রয়েছে।
No comments