এই ওয়েবসাইটটি বিক্রয় করা হবে। ফুল সেটআপ সহ নিতে বা বিস্তারিত জানতে কল করুন : ০১৭২৬৭৮২৫১২ 🚀 ভোটাধিকার ফিরে পেতে চায় জনগণ : যুবদল সাধারণ সম্পাদক - Sokalerkotha

Breaking News

ভোটাধিকার ফিরে পেতে চায় জনগণ : যুবদল সাধারণ সম্পাদক

জেলা সংবাদ,
বিএনপি জনগনের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, হাজারও শহীদের আত্মত্যাগ তখনই পরিপূর্ণ সফল হবে যখন মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।


শনিবার, ২ নভেম্বর ২০২৪, গাইবান্ধা জেলা জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক এক যৌথ কর্মীসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে কোনো নির্বাচনই হয়নি। বিনা ভোট, রাতের ভোট আর ডামি মার্কা একতরফা নির্বাচন হয়েছে। গত ২০ বছর মানুষ তাদের ভোট দিতে পারেনি। তারা উন্মুখ হয়ে আছে কবে তারা নিজের মত সুন্দর, সুষ্ঠু ও শান্তিতে ভোট দিতে পারবে। মানুষকে তার পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দিতে সরকার আহ্বান জানান তিনি।


নুরুল ইসলাম নয়ন আরও বলেন, ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ এখনও বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। সকলকে সজাগ থাকতে হবে। যেকোনও ঘটনা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।


ফ্যাসিস্ট হাসিনা সরকার ভেবেছিল, সারাজীবন ক্ষমতায় থাকবে। অত্যাচর-নিপীড়ন করে ক্ষমতা ধরে রেখে সম্পদের পাহাড় গড়ে আরাম-আয়েশ জীবন কাটাবে। কিন্তু তা হয় নি, হাসিনা পালিয়ে গেছে।


গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই। রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্খাকে ধারণ করে, বাইরের কারো সাহায্য নিয়ে নয়। যে আন্দোলনে পতিত স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়েছে তা জনগণের দীর্ঘ দেড় দশকের অপশাসনের প্রতিবাদের বহিঃপ্রকাশ। এই অর্জনকে নষ্ট হতে দেওয়া যাবে না বলেও জানান যুবদলের সাধারণ সম্পাদক। 


এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও গাইবান্ধা জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

No comments