তাড়াশ কবিতা ক্লাবের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত

আবু মাসুম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ তাড়াশ কবিতা ক্লাবের উদ্যোগে আজ শনিবার  স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ- রায়গঞ্জ -সলংগা ৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডঃ মোঃ আব্দুল আজিজ মাননীয় এমপি মহোদয়।  উক্ত স্মরন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব  মোঃ মনিরুজ্জামান,  চেয়ারম্যান  তাড়াশ উপজেলা ও  অধ্যক্ষ, তাড়াশ ডিগ্রি কলেজ।  

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মেজবউল করিম,  উপজেলা নির্বাহী অফিসার,  তাড়াশ সিরাজগঞ্জ। এবং বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলো জনাব মোঃ সোলায়মান হোসেন বিএ, দোবিলা তাড়াশ সিরাজগঞ্জ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্বের দায়িত্ব পালন করেনঃ সৈয়দ সাইদুর রহমান (কবিরত্ব) তাড়াশ কবিতা ক্লাব,  তাড়াশ  সিরাজগঞ্জ। 

উক্ত স্মরন সভায় তাড়াশ এবং তাড়াশের আশে পাশের অনেক কবি তারা কবি আলহাজ্ব এম রহমত- উল্লাহ সাহেবের স্মরনে কবিতা পাঠ করেন তাড়াশ উপজেলার অনেক কবি এবং তাড়াশ উপজেলার স্কুল কলেজের  ছাত্র ছাত্রী বৃন্দ ।  এবং কবি কে নিয়ে স্মরনীয় কথা তুলে ধরেন তাড়াশ উপজেলার বিভিন্ন কবি সাহিত্যক তারা কবিকে নিয়ে কবির কিছু স্মৃতির কথা তুলে ধরেন ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url