-->

Breaking News

তাড়াশে মোটরসাইকেল চুরি, আটক দুই

মোঃ আবু মাসুম,  সিরাজগঞ্জ  প্রতিনিধিঃ 

আমাদের তাড়াশ উপজেলার খালকুলা বাজারের একটি মহিলা মাদ্রাসার সামনে থেকে মোটরসাইকেল চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ে  ।তাদেরকে এলাকাবাসী  চরমভাবে গনধোলাই দেয় । দুই চোরের সাথে ছিল আরো একটি ১৫০ সিসির পালসার মোটরসাইকেল। সেটাকে স্থানীয় সবাই জব্দ করে।  চোরের বিষয়টি  যখন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবগত হয় তখন তিনি গ্রাম পুলিশ এবং স্থানীয় এলাকাবাসীর  সহযোগিতায় ৫ নং নওগাঁ ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। এবং মোটরসাইকেল চোরের পরিচয় এখন ও পাওয়া যায়নি।   স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় আমাদের এই মহাসড়কের পাশে থেকে মাঝে মধ্যেই এমন চুরির ঘটনা ঘটে।

No comments