-->

Breaking News

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে কুমিল্লায় সাধারণ আইনজীবী ঐক্য ফ্রন্টের মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক: বুধবার  (১ নভেম্বর) সকালবেলা কুমিল্লা আদালত প্রাঙ্গণে সাধারণ আইনজীবী ঐক্য ফ্রন্টের উদ্যোগে স্বাধীনতাকামী ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ নিরীহ মানুষ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সাধারণ আইনজীবী ঐক্য ফ্রন্টের আহবায়ক এডভোকেট মোঃ কামরুজ্জামান বাবুল এর সভাপতিত্বে সাধারণ আইনজীবী ঐক্য ফ্রন্টের সদস্য সচিব এডভোকেট টিপু সুলতান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জাকের পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মাহবুবুর রহমান, এনরোলমেন্ট সেক্রেটারি সৈয়দ শাহিদুল আহসান টিপু, এডভোকেট সফিকুর রহমান, এডভোকেট মোঃ ইসলাম ইবনে সাইখ, এডভোকেট হারুনুর রশিদ সবুজ, এডভোকেট নুরুদ্দীন মিয়াজি বুলবুল, এডভোকেট মোঃ বোরহান উদ্দিন টুটুল, এডভোকেট আলাউদ্দিন ভূঁইয়া, এডভোকেট সাইফুদ্দিন আহমেদ সবুজ, এডভোকেট জামিল হোসেন, এডভোকেট সুমন আচার্য্য, এডভোকেট জয়দেব চন্দ্র সাহা ও এড. মোঃ জসিম উদ্দীন প্রমুখ। 

ওই সভায় বক্তারা অনতিবিলম্ব ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ নিরীহ মানুষ হত্যার তীব্র নিন্দাসহ হামলা বন্ধের দাবী জানান।

No comments